assurance/অ্যা’শুঅ্যার্যান্স/n. 1 প্রতিশ্রুতি, নিশ্চয়তা, ভরসা, আশ্বাস 2 আত্মনির্ভরতা, আত্মবিশ্বাস assure/অ্যা’শুঅ্যা(র)/: 1 আশ্বস্ত করা, ভরসা দেওয়া 2 নিশ্চিত করা,
সুরক্ষিত করা
assured/অ্যা’শুঅ্যাড/adj. 1 আশ্বাসিত, আত্মবিশ্বাসী, আত্মপ্রত্যয়ী 2 আশ্বস্ত, নিশ্চিত asterisk/’অ্যাস্ট্যারিক্/ 1. দৃষ্টি আকর্ষণের জন্য ব্যবহৃত চিহ্নবিশেষ
- (*); তারকাচিহ্ন asteroid/’অ্যাস্ট্যারইড্/ 11. সূর্যের চারিদিকে ঘোরে যেসকল অণুগ্রহ তাদের একটি; গ্রহাণু
asthma //অ্যাস্ম্যা/ 11. হাঁপানির
রোগ, শ্বাসকষ্ট; অ্যাজমা ▸ asthematic adj. হাঁপানি রোগী, শ্বাসরোগ সংক্রান্ত
astonish/অ্যা’স্টনিশ্/ (কোনো ব্যক্তিকে) বিস্মিত করা, আশ্চর্যান্বিত করা, স্তম্ভিত বা হতবাক করে দেওয়া ▸ astonished adj, অবাক বা বিস্মিত ভাব▸ astonishment 1. বিস্ময়, চমক astound/অ্যা’স্টাউন্ড/ (কোনো ব্যক্তিকে) বিস্ময়ে বিমূঢ় বা স্তম্ভিত করা, হতভম্ব বা হতবুদ্ধি করা
astray/অ্যা’ স্ট্রেই/ adv. দিভ্রান্ত বা পথভ্রান্ত হয়ে বা দিভ্রান্তের মতো
astride/অ্যা’ স্ট্রাইড্/ adv., prep. কোনো কিছুর উপরে দুই বা দুই পাশে রেখে
astrology/অ্যা’স্ট্রল্যাজি/n. জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষ বিজ্ঞান ▸ astrologer 1. জ্যোতিষী
▸ astrological adj. জ্যোতিষ সংক্রান্ত
astronaut /’অ্যাস্ট্র্যানঃট্/11. মহাকাশ অভিযাত্রী, মহাকাশচারী
astronomical / অ্যাসট্র্যা’নমিক্স। adj. 1 জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত, মহাকাশ সংক্রান্ত 2 অত্যধিক, বিরাট, বিশাল
astronomy/অ্যাস্ট্রন্যামি/ n. চন্দ্র- সূর্য এবং গ্রহ নক্ষত্র, মহাকাশ ইত্যাদি সম্পর্কে গবেষণা; জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা astronomer 17. জ্যোতির্বিজ্ঞানী
astrophysics/
অ্যাস্ট্র্যাউ’ ফিজিক্স/ 1. গ্রহ, নক্ষত্র ইত্যাদির প্রাকৃতিক এবং রাসায়নিক গঠন সম্পর্কে বিজ্ঞানসম্মত চর্চা; নভোপদার্থবিদ্যা astrophysicist 1. নভোপদার্থবিজ্ঞানী
asylum/আ’সাইল্যাম্/. 1 স্বদেশে রাজনৈতিক কারণে বিপদের আশঙ্কায় যেসব মানুষ দেশছাড়া হয়েছে তাদের অন্য কোনো দেশের সরকার কর্তৃক প্রদত্ত আশ্রয়; রাজনৈতিক আশ্রয় 2 মানসিক চিকিৎসালয় বা আশ্রয়; উন্মাদাগার, পাগলা গারদ
asymmetrical/, এইসি’ মেট্রিক্স/ adj. (দুই পাশের মধ্যে আকার বা আকৃতিতে) অপ্রতিসাম্য, বৈসাদৃশ্য ▸ asymmetry n. বৈসাদৃশ্য, অসামঞ্জস্য
at/অ্যাট্, প্রবল রূপ অ্যাট্/prep. 1 (স্থান সম্পর্কে) সেখানে, মধ্যে, তে 2 (সময় সম্পর্কে) কোনো নির্দিষ্ট সময়ে পৌঁছোনো, যাওয়া বা আসা ইত্যাদি বোঝাতে ব্যবহৃত অভিব্যক্তিবিশেষ 3 কোনো বস্তুর মূল্য, দামের হার, গতি ইত্যাদি বোঝাতে ব্যবহৃত অভিব্যক্তিবিশেষ
atheism /’এইপিইজ্যাম/ নিরীশ্বরবাদ, নাস্তিকতা, atheist 1. নাস্তিক, নিরীশ্বরবাদী
athlete /’অ্যাপ্সীট্/. 1 ক্রীড়াবিষয়ক প্রতিযোগিতায় (যেমন দৌড় ইত্যাদিতে) যে ক্রীড়াকুশলী ব্যক্তি অংশগ্রহণ করে 2 দৌড়, লাফ ইত্যাদি ক্রীড়ায় পারদর্শী ব্যক্তি
athletic/অ্যাথলেটিক্/ adj. 1 ব্যায়াম সংক্রান্ত, খেলাধূলা সংক্রান্ত, ক্রীড়াবিষয়ক, ক্রীড়াবিদ বিষয়ক 2 (ব্যক্তি) বলিষ্ঠ, স্বাস্থ্যবান, সুঠাম দেহবিশিষ্ট, athletics.
শরীরচর্চা, খেলাধূলা, মুক্তাঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা; অ্যাথলেটিক্স্
atlas/’অ্যাল্যাস্/ n. (pl. atlases) মানচিত্রের বই, ম্যাপবই, মানচিত্রাবলী; অ্যাটলাস
atmosphere/’অ্যাম্যাস্ফিঅ্যা(র)/ 1. 1 পৃথিবীর চারিপাশে যে গ্যাসসমূহের আস্তরণ, বায়ুমণ্ডলীয়, বায়ুমণ্ডলের উপর নির্ভরশীল, বায়ুমণ্ডল সংক্রান্ত 2 বায়ুমন্ডলীয় চাপের একক বা মাপ
atoll/’অ্যাটল্/. লবণাক্ত জলবিশিষ্ট উপহ্রদ বেষ্টনকারী বৃত্তাকার দ্বীপ; প্রবালদ্বীপ
atom //অ্যাট্যাম/(n. 1 কোনো পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা; পরমাণু 2 খুব কম পরিমাণে, কণামাত্র, atomic adj. আণবিক, অণু সংক্রান্ত
atom bomb. পরমাণু বা পরমাণুসমূহ বিভাজনের ফলে উৎপন্ন শক্তির ব্যবহারের মাধ্যমে বিস্ফোরণ ঘটে যে বোমার; পরমাণু বোমা, পারমাণবিক বোমা; অ্যাটম বোম
a
atone/অ্যা’ট্যাউন/ ক্ষতিপূরণ করা, প্রায়শ্চিত্ত করা, atonement 7. প্রায়শ্চিত্ত, ক্ষতিপূরণ
atrocious /অ্যা ট্র্যাউশ্যাস/ adj. অশোভন, বিশ্রী, নিষ্ঠুর, নির্মম 2 খুবই নৃশংস এবং নির্মম atrociously ad: নৃশংসভাবে, নির্মমভাবে
atrocity/অ্যা ‘ট্রস্যাটি। . (pl. atrocities) অতি নিষ্ঠুর ব্যবহার, নৃশংস আচরণ
attach/অ্যা’ট্যাচ্/ 1: 1 জোড়া, যুক্ত করা 2 (কিছুর সঙ্গে) সংশ্লিষ্ট করা, যুক্ত করা, সংবন্ধ করা 3 (কোনো ব্যক্তি বা বস্তুকে) বিশেষ গুরুত্ব দেওয়া
অথবা বিশেষ গুণসম্পন্ন মনে করা attaché/অ্যা ট্যাশেই। রাষ্ট্রীয় দূতাবাসের সঙ্গে যুক্ত ব্যক্তি যার উপর নির্দিষ্ট কিছু কাজের বিশেষ দায়িত্ব থাকে
attachment/অ্যা’ ট্যাম্যান্ট/ 1 সংলগ্ন বস্তু 2 অন্য কোনো কাজ করার জন্য কোনো বস্তুর সলো সংযুক্ত করা যায় এমন কিছু 3 কোনো তথ্য বা ফোটো ইত্যাদি যা ই-মেলের মাধ্যমে পাঠানো যায়
attack/অ্যা’ট্যাক্/ 1 (দৈহিক)
আক্রমণ, হামলা 2 বিরোধী সমালোচনা 3 কোনো রোগের ফলে দুর্ভোগ 4 (খেলায়) পয়েন্ট পাওয়ার চেষ্টা attack: 1 হামলা বা আক্রমণ করা 2 ক্ষতি করা, অনিষ্ট করা
attain/অ্যা’ টেইন/ দীর্ঘসময় চেষ্টা করে কোনো কিছু লাভ করা, লক্ষ্য সাধন করা, সিদ্ধিলাভ করা ▸ attainment . প্রাপ্তি, লাভ, আয়ত্তিকরণ, অর্জিত সাফল্য, দক্ষতা
attempt/অ্যা’ টেস্ট (কোনো কঠিন কাজের) উদ্যোগ নেওয়া, প্রয়াস করা attempt 1. 1 প্রয়াস, উদ্যোগ, চেষ্টা 2 কোনো ব্যক্তিকে হত্যা করা বা কোনো বস্তুকে ধ্বংস করার চেষ্টা
attend/অ্যা’ টেন্ড/ v. 1 কোনো স্থানে হাজির হওয়া, উপস্থিত থাকা 2 (কোনো ব্যক্তি বা বস্তুকে) দেখাশোনা বা পরিচর্যা করা, লক্ষ্য বা নজর দেওয়া, কোনো কাজ শেষ করা, attendance . উপস্থিতি, হাজিরা, পরিচর্যা বা সেবা attendant/অ্যা টেন্ড্যান্ট/n. তত্ত্বাবধায়ক, সেবক, পরিচারক ▸ attendant adj, সহগামী, আনুষঙ্গিক
attention/অ্যা’ টেনশন/n.
1 মনোনিবেশ, মনঃসংযোগ 2 যত্ন,
তত্ত্বাবধান, পরিচর্যা 3 (সৈন্যদের)
সোজাভাবে এবং দৃঢ়ভাবে দাঁড়ানোর
ক্রিয়া attention exclam, কোনো
বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যবহৃত অভিব্যক্তিবিশেষ attentive/অ্যা’ টেনটিভ্/ adj. একাগ্রচিত্ত, মনোযোগী, সতর্ক ▸ attentively adv: একাগ্রচিত্তে, সতর্কভাবে
attenuate/অ্যা’ টেনিউএইট্/ . (কোনো ব্যক্তি বা বস্তুর উপর) প্রভাব কম করা
attest/অ্যা’ টেস্ট/ 1 (সত্য বলে) সাক্ষী দেওয়া, ঘোষণা করা, সত্যতা প্রমাণিত করা 2 কোনো বিষয় সত্য এবং খাঁটি সেই বিশ্বাস ব্যক্ত করা (যেমন আদালতে)
38
attic/’অ্যাটিক্/. ছাদের ঠিক নীচের ঘর; চিলেকোঠা, শিরোগৃহ attire/অ্যা’টাইঅ্যা(র্)/n. বস্ত্র,
কাপড়, পোশাক attitude/’অ্যাটিটিউড্/11. । মনোভাব, দৃষ্টিভঙ্গি 2 হাবভাব, চালচলন 3 দাম্ভিক আচরণ, বিরুদ্ধাচরণ
attorney/অ্যা’টানি/n. (pl. attorneys) 1 মামলা-
মোকদ্দমায় যিনি অন্য পক্ষের হয়ে কাজ করেন 2 (আমেরিকায়) উকিল attract/অ্যা’ট্র্যাক্ট/ 1 আকৃষ্ট করা, লোভ দেখানো 2 আকৃষ্ট হওয়া, প্রলুব্ধ হওয়া, attraction ৪. আকর্ষণ,
প্রলোভন, মোহ attractive/অ্যা’ট্র্যাক্টিভ্/ adj.
1 চিত্তাকর্ষক, পছন্দসই, মনোমত, মোহময় 2 (ব্যক্তি) আকর্ষণীয়, মোহময় ▸ attractively adv. আকর্ষণীয়ভাবে,
লোভ দেখিয়ে attribute /অ্যা’ট্রিবিউট/ কারণ নির্দেশ করা, (কারও বা কিছুর) অলা, অংশ, গুণ, ক্রিয়া ইত্যাদি গণ্য করা
attribute n. গুণ, বৈশিষ্ট্য, লক্ষণ attributive/অ্যা’ট্রিবিঅ্যাটিভ্ adj. (ব্যাকরণ) বিশেষ্যপদের পূর্বে তার গুণ বোঝাতে অথবা বর্ণনা
করতে ব্যবহৃত অভিব্যক্তিবিশেষ ▸ attributively adv: গুণবাচকভাবে attrition/অ্যা’ট্রিশন/ n. 1 ক্রমাগত আক্রমণ করে শত্রুপক্ষের শক্তি ক্ষয় করার পদ্ধতি 2 ক্রমাগত ঘর্ষণেরফলে ক্ষয়
auction/’অঃশ্/. জনসমক্ষে বিক্রয়ের ব্যবস্থা যেখানে যে ব্যক্তি সবচেয়ে বেশি দাম দিতে চায় তাকেই
সেই দ্রব্য বা দ্রব্যসমূহ বিক্রি করা হয়; নিলাম, auction নিলামে কিছু বিক্রি করা, নিলামি করা
auctioneer / অঃশ্যা ‘নিঅ্যা(র)/n. নিলামদার
audacious/অ: ডেইশ্যাস্/ adj. স্পর্ধিত, উদ্ধত, audaciously adv স্পর্ধিতভাবে
audible/’অঃড্যাব্ল্/adj. শ্রবণগোচর, শ্রুতিগম্য, কর্ণগোচর, শ্রুতিগোচর
audience/’অ:ডিঅ্যাস্/1. 1 (নাটক, সংগীত, বক্তৃতা, দূরদর্শনের অনুষ্ঠান ইত্যাদির) শ্রোতৃমন্ডল, দর্শকবৃন্দ 2 কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎকার
audio//অ:ডিঅ্যাউ/ adj. ধ্বনি বা শব্দগ্রহণের সঙ্গে যুক্ত বা সেই সংক্রান্ত
audio-visual adj, শব্দ এবং ছবি দুই ব্যবহার করে; যুগপৎ শ্রাব্য এবং দৃশ্য audit/’অডিট/n. কোনো বস্তুর বর্তমান অবস্থার আনুষ্ঠানিক পরীক্ষা বিশেষত কোনো সংস্থার আর্থিক নথিপত্র;
বিশেষজ্ঞের দ্বারা হিসাব পরীক্ষা, audit V. (auditing, audited) হিসাব পরীক্ষা করা, অডিট করা, auditor 1. কোনো কোম্পানির আয়ব্যয়ের হিসাব পরীক্ষক; অডিটর
audition/অ: ‘ডিন/ কোনো নাটক ইত্যাদির জন্য সংক্ষিপ্ত অনুষ্ঠানের দ্বারা গায়ক বা অভিনেতার বাছাই (গুণাবলী যাচাই); অডিশন, audition v
অডিশন দেওয়া বা অডিশন দিতে দেখা
auditorium / অঃডি’ট:রিঅ্যাম্
n. (pl. auditoriums or/-রিঅ্যা/) প্রেক্ষাগৃহ, প্রেক্ষালয়, সিনেমা হল; অডিটোরিয়াম
auctioneer
austere
auditory /’অঃড্যাট্রি/ adj. শ্রবণ সংক্রান্ত, শ্রবণমূলক
augment/অঃগ’মেন্ট/ কোনো বস্তুর দাম, আকার, পরিমাণ ইত্যাদি বাড়িয়ে তোলা
August/’অঃগ্যাস্ট/. বছরের অষ্টম মাস, জুলাই মাসের পরের মাস; অগাস্ট মাস
august/অ: ‘গ্যাস্ট/ adj. সম্মানীয়, শ্রদ্ধাস্পদ, শ্রদ্ধেয়
aunt/আঃট্/. পিসি, মাসি, জেঠিমা, কাকিমা
au pair. বাচ্চার দেখাশোনা এবং বাড়ির কাজকর্মের জন্য বা সেগুলিতে সাহায্যের জন্য যে বিদেশি মহিলা নিযুক্ত করা হয়; আয়া
aura/’অঃর্যা/. স্বতন্ত্র কোনো গুণ। যা কোনো ব্যক্তি বা বস্তুকে ঘিরে থাকে বা সেখান থেকে আসে; পরিমন্ডল, আবেষ্টন, পরিবেশ
aural/’অঃর্যাল্/adj, শ্রবণ এবং শ্রুতি সংক্রান্ত, শ্রব্য aurally adv. শ্রবণযোগ্যভাবে, শ্রুতিগোচরভাবে
auspices/’অ:স্পিসিজ়/n. (pl) (under the auspices of) কোনো ব্যক্তি বা বস্তুর দ্বারা পৃষ্ঠপোষকতা;
অনুগ্রহ, আনুকূল্য
auspicious /অঃ স্পিশ্যাস্ / adj ভবিষ্যতে সফল হওয়ার সম্ভাবনাপূর্ণ, মাঙ্গলিক বা মঙ্গলময়, শুভ
▸ auspiciously adv. মঙ্গলময়ভাবে, শুভভাবে
austere /অ’স্টিঅ্যা(র)/ adj.
1 সরল, অনাড়ম্বর, সাজসজ্জাহীন 2 (কোনো ব্যক্তি) আত্মসংযমী, কঠোর
3 বিলাসব্যসনবর্জিত, মিতব্যয়ী
authentic/অঃ থেন্টিক। adj. 1 খাঁটি, আসল, ভেজালহীন, প্রমাণসিদ্ধ 2 সঠিক, সত্য, প্রকৃত ▸ authenticity n. প্রামাণ্যতা, অকৃত্রিমতা, নির্ভেজালত্ব, বিশ্বাসযোগ্যতা
authenticate/অ’থেন্টিকেইট্ সত্য বা খাঁটি বলে প্রমাণ করা বা প্রত্যয়িত করা, authentication . যাথার্থ্য, প্রমাণ author/’অঃথ্যা (র)/n. লেখক,
রচয়িতা
authoritarian
অ: থরি টেঅ্যারিঅ্যান্/dj.
স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, কর্তৃত্বপূর্ণ, স্বৈর authoritative/অ: ‘থর্যাট্যাটিস্ adj. 1 রাশভারি, কর্তৃত্বব্যঞ্জক, কর্তৃত্বপূর্ণ
2 প্রামাণিক, নির্ভরযোগ্য
authority/অ: থর্যাটি
(pl. authorities) 1 আদেশ করার এবং অন্যদের তা মান্য করানোর আইনসম্মত অধিকার এবং ক্ষমতা 2 কোনো কিছু করার অধিকার বা 20 অনুমতি 3 কর্তৃপক্ষ, আধিকারিকগণ 4 (কোনো বিষয়ের) বিশেষজ্ঞ authorize/’অঃখ্যারাইজ কোনো কিছু করার আইনসম্মত অধিকার দেওয়া autism/’অটিজ্যাম্/. গুরুতর
মানসিক রোগ যাতে অন্যদের সঙ্গে
সম্পর্ক স্থাপন করার বা ভাবের
আদান-প্রদান করার অক্ষমতা দেখা যায়; বহিবিমুখতা রোগ; অটিজম auto-/’অ:ট্যাউ/ prefix 1 স্ব, আত্ম, স্ব-বিষয়ক বা স্বয়ংকৃত 2 স্বচালিত, স্বয়ং চালিত
40
autobiography/, অঃট্যাবাই অগ্র্যাফি।
- (pl. autobiographies) আত্মকথা, আত্মচরিত autobiographical adj. আত্মজীবনীমূলক, আত্মজীবনীসুলভ
autocracy/অ: ‘ট্যাসি/ 1 যে সরকারি ব্যবস্থায় দেশের
শাসনক্ষমতা কোনো একজন ব্যক্তির কাছে থাকে; একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র 2 একনায়কতন্ত্রের অধীনস্থ যে দেশ autocrat/’অঃট্যাক্সাট্/.
1 একনায়ক, স্বৈরাচারী শাসক, স্বেচ্ছাচারী 2 যে ব্যক্তি অন্যদের মতামত অথবা অনুভূতির অপেক্ষা না রেখেই তাদের কাছ থেকে
আজ্ঞানুবর্তিতা আশা করে
autograph/’অংট্যাগ্রাঃফ/n. (বিখ্যাত ব্যক্তির) স্বাক্ষর, হস্তাক্ষর
autograph স্বাক্ষর করা automatic/ অট্যা’ম্যাটিক্ adj. । (মেশিন) স্বয়ংক্রিয়, স্বয়ংচল,
স্বয়ংচালিত 2 স্বতঃস্ফূর্ত (কাজ), ইচ্ছানিরপেক্ষ ও অনিবার্য, নিশ্চিত, অবধারিত, automatically adv. স্বয়ংক্রিয়ভাবে automatic . স্বয়ং-
চালিত মেশিন, বন্দুক বা গাড়ি automobile/’অঃট্যাম্যাবীল্/n. মোটরগাড়ি
autonomous /অঃ টন্যাম্যাস্/ adj. স্বশাসিত, স্বাধীন, স্বায়ত্তশাসিত ▸ autonomy . (ব্যক্তি, প্রতিষ্ঠান, অঞ্চল ইত্যাদির) স্বাধিকার,
স্বশাসনের অধিকার
autopilot/’অ:ট্যাউপাইল্যাট্ কোনো বিমানকে স্বয়ংক্রিয়ভাবে উড়তে সাহায্য করে যে যন্ত্র বা যে সকল উপকরণ; অটোপাইলট
autopsy/’অঃটপসি/n. (p/ autopsies) মৃত্যুর কারণ জানার জন্য মৃতদেহের পরীক্ষা; ময়নাতদন্ত; শবব্যবচ্ছেদ; পোস্টমর্টেম
autumn/’অট্যাম/গ. গ্রীষ্ম ও শীতের অন্তর্বর্তী ঋতু; শরৎকাল এবং হেমন্তকাল
auxiliary/অঃগ’জিলিঅ্যারি/ adj. পূরক, সহায়ক, অতিরিক্ত সহায়ক, আনুষঙ্গিক (pl. auxiliaries).
সহায়ক ব্যক্তি বা বস্তু
avail/অ্যা’ভেইল্ (avail yourself of) সুবিধা নেওয়া, কাজে লাগানো, উপকার নেওয়া
available/অ্যা’ ভেইল্যা adj. 1 (বস্তু বা বস্তুসকল) প্রাপ্তিসাধ্য, ব্যবহারযোগ্য, আয়ত্তাধীন 2 (ব্যক্তি) কথাবার্তা বলা ইত্যাদির জন্য পাওয়া যায় এমন, availability”. উপলব্ধ আছে এমন, উপযোগিতা, প্রাপ্যতা, লভ্যতা avalanche/’অ্যাভ্যালা: নৃশ্/. পাহাড় থেকে দ্রুতগতিতে নেমে আসা বরফের চাঁই; বরফের ধ্বস, হিমানী সম্প্রপাত avarice/’অ্যাভ্যারিস্/. অর্থলিপ্সা, লোলুপতা, অর্থলোভ, avaricious alj. অর্থলোলুপ, অর্থলোভী avenge/অ্যা’ ভেন্ঞ্জ প্রতিশোধ নেওয়া, প্রতিহিংসা চরিতার্থ করা, শোধ তোলা
avenue/’অ্যাভ্যানিউ/ n. 1 (abbr: Ave.) চওড়া রাস্তা বিশেষত যার দুপাশে বড়ো বাড়ি বা বৃক্ষের সারি আছে; বীথি; অ্যাভেনিউ 2 কিছু করার বা পাওয়ার উপায়
average/’অ্যাভ্যারিজ/n. 1 (কোনো সংখ্যা সম্বন্ধে ব্যবহৃত) গড় হিসেব করে যে সংখ্যা পাওয়া যায়; মধ্যমান
2 সাধারণ মান, মূল্য, হার, গুণ ইত্যাদি ▸ average adj. 1 গড় নির্ণয় করা হয় এমন 2 সাধারণ average গড়
নির্ণয় করা averse/অ্যাভাস্/adj. প্রতিকূল, বিরোধী
avert/অ্যা ভাট্/: 1 অপ্রীতিকর কোনো কিছু এড়ানো, আটকানো, ঠেকানো
2 দৃষ্টি ফিরিয়ে নেওয়া
avian/’এইভিঅ্যান/ adj. পাখি সংক্রান্ত, পাখিদের সম্বন্ধে
aviary/’এইভিঅ্যারি/. (pl. aviaries) পক্ষিশালা, পক্ষিঘর, পাখিরালয়
aviation/, এইভি’ এইন / বিমানের নকশা বানানো এবং বিমান নির্মাণ বা
চালনার বিদ্যা avid/’অ্যাভিড্/ cal. 1 (সাধারণত
কোনো শখ সম্বন্ধে) উৎসাহী, আগ্রহী,
উৎসুক 2 কোনো কিছু পাওয়ার জন্য লালায়িত অথবা উৎসুক, avidly adv. উৎকণ্ঠাপূর্বক, উৎসুকভাবে
avoid/অ্যা ভইড্/: 1 (কোনো ঘটনা) এড়ানো, এড়িয়ে যাওয়া, পরিহার করা 2 (কোনো ব্যক্তি বা বস্তুকে) পরিহার করা
▸ avoidance /. পরিহার, avoidable adj. পরিহার্য, অনাবশ্যক, এড়ানো যায় এমন
avow/অ্যা ভাউ/ দৃঢ়ভাবে এবং মুক্তকণ্ঠে নিজের অভিমত অথবা বিবেচনা
ব্যক্ত করা, স্বীকার করা, avowal. ঘোষণা, স্বীকার, স্বীকারোক্তি
await/অ্যা’উএইট্/ কারও প্রতীক্ষা করা বা কারও অপেক্ষায় থাকা
awake/অ্যা’উএইক্/1: (awaking, awoke, awoken) ঘুম থেকে জেগে ওঠা, কোনো ব্যক্তির ঘুম ভাঙানো
awake adj. জেগে আছে এমন, জাগ্রত, সজাগ
awaken/অ্যা ‘উএইক্যান 1 জেগে ওঠা, কোনো ব্যক্তিকে জাগিয়ে তোলা 2 (ভাবনা, মনোবৃত্তি ইত্যাদি) জাগানো, জাগিয়ে তোলা
award/অ্যা’উঅঃড্/n. 1 পুরস্কার, খেতাব, সম্মান, শিরোপা 2 আদালতের বিচার অনুসারে অর্থপ্রদান, award পুরস্কার দেওয়া, অর্থপ্রদান করা aware/অ্যা’উএঅ্যা(র)/lj. কোনো কিছু সম্বন্ধে জ্ঞাত, অবগত; (কোনো ব্যক্তি বা বিষয় সম্বন্ধে) সচেতন, সজাগ, অবহিত 2 ইচ্ছুক, আগ্রহী, ভাবগত ▸awarenessজ্ঞান, চেতনা, আগ্র awash/অ্যা’উঅস্/০৫, জলে পরিপূর্ণ, প্লাবিত
away/অ্যা উএই, কোনো অন্য জায়গায়, দূরে 2 কোনো জায়গা থেকে নির্দিষ্ট দূরত্বে
awe/অঃ ভীতি এবং বিস্ময়মিশ্রিত শ্রদ্ধা, সমীহ, সম্ভ্রম, সমীহ করা, সম্ভ্রম করা
awesome/অস্যাম 1 চিত্তাকর্ষক এবং কখনো কখনো
ভীতিজনক, বিস্ময়জনক : খুব সুন্দর, বিস্ময়কর
awful/’অঃফুল্/ adj. 1 অত্যন্ত বাজে, জঘন্য, বিশ্রী 2 সাংঘাতিক, চরম 3 অত্যন্ত, প্রচুর, awfully cach অত্যন্ত
বিশ্রীভাবে, সাংঘাতিকভাবে awkward/’অক্টঅ্যাড্/ adj.
1 মোকাবিলা করা বা সামলানো কঠিন, কষ্টকর 2 অসুবিধাজনক, অস্বস্তিজনক 3 (চালচলন) অপটু, আনাড়ি, নড়বড়ে। awkwardly
ach: অসুবিধাজনকভাবে, অস্বস্তিজনকভাবে
awl/অল্ সূচ, ছুঁচ (ছিদ্র করার জন্যে)
awning অনিং ছাউনি, চাঁদোয়া, শামিয়ানা, চন্দ্রাতপ
AWOL/’এইউঅল্/abbr. absent without leave-এর সংক্ষিপ্ত রূপ, (সেনাবিভাগের কর্মী সম্বন্ধে ব্যবহৃত) ছুটি মঞ্জুর না হলেও যখন ছুটি নেওয়া হয়
awry অ্যা’রাই/ cach, adj, বেঠিকভাবে, অপরিচ্ছন্নভাবে, কুটিলভাবে
axe/ ‘অ্যাক্স কাঠের হাতল এবং ভারী মাথা ও ধারালো প্রান্তওয়ালা যন্ত্রবিশেষ যা কাঠ কাটার জন্য ব্যবহৃত হয়; কুড়ুল, কুঠার axe: 1 কোনো ব্যক্তি বা বস্তুকে ছাঁটাই করা বা বাদ দেওয়া, হ্রাস করা, কমানো 2 কোনো কিছু নিষ্ঠুরভাবে খারিজ করা
axiom/অ্যাকুসিঅ্যাম/৪. স্বতঃসিদ্ধ সত্য, সর্বজনস্বীকৃত, সর্বজনবিদিত নীতি, axiomatic adj. স্বতঃসিদ্ধ বা
সর্বজনস্বীকৃত হয়েছে এমন axis/’অ্যাক্সিস/ n. (pl. axes)
1 কোনো ঘূর্ণ্যমান বস্তু যে কাল্পনিক সরলরেখাকে কেন্দ্র করে ঘোরে; (পৃথিবীর) অক্ষরেখা, অক্ষমেরুরেখা 2 গ্রাফের উপর পরিমাপন চিহ্নিত করার
জন্য ব্যবহৃত সুনির্দিষ্ট লাইন axle/’অ্যাল্/. গাড়ীর চাকায় লাগানো দণ্ড, চক্রদণ্ড; অ্যাক্সেল
aye/আই/ exclam. হ্যাঁ
azure/’অ্যালা (র), ‘অ্যাজিউঅ্যা(র)। aali. আকাশের মহানীল, নভোনীল, নীলিমা, azure উজ্জ্বল নীল রং
Bb
B, b /বী/ n. (pl. B’s, b’s/বীজ) ইংরেজি বর্ণমালার দ্বিতীয় বর্ণ
BA/ বী’ এই abbr. ‘Bachelor of Arts’-এর সংক্ষিপ্ত রূপ, বিশ্ববিদ্যালয় অথবা কলেজে কলাবিভাগের অন্তর্গত কোনো বিষয়ে নির্দিষ্ট পাঠক্রম সাফল্যের সঙ্গে সম্পন্ন করার স্বীকৃতিসূচক প্রাপ্ত যে স্নাতক উপাধি বা ডিগ্রি; বি. এ.
babble/’ব্যাক্স/. 1 একসঙ্গে একাধিক কণ্ঠধ্বনির রব অথবা আওয়াজ; অস্পষ্ট বকবকানির শব্দ 2 পাথরের উপর দিয়ে বয়ে চলা জলের কুলকুল ধ্বনি। babble 1 হড়বড় করে বা তাড়াহুড়ো করে কথা বলা অথবা এমনভাবে কথা বলা যা বোঝা কঠিন 2 পাথরের উপর দিয়ে জল বয়ে গেলে যেমন কুলকুল ধ্বনি শোনা যায় সেরকম শব্দ করা
babe/বেইব. 1 কোনো অল্পবয়সি মেয়ে অথবা যুবতীর সঙ্গে কথা বলার সময়ে সম্বোধনরূপে ব্যবহৃত অভিব্যক্তিবিশেষ, (অপপ্রয়োগ) মোহিনী যুবতী, সুন্দরী আকর্ষণীয়া তরুণী 2 শিশু, বাচ্চা
babel/’বেইল্/. কোলাহল, হৈচৈ baboon/ব্যা’বৃন্/. আফ্রিকা বা এশিয়ায় প্রাপ্ত কুকুরের মতো লম্বা মুখের একজাতীয় বৃহদাকার বানর; বেবুন
baby /’বেইবি/ n. (pl. babies) 1 কোলের কচি ছেলে; বাচ্চা, শিশু 2 পশু অথবা পক্ষীর শাবক বা ছানা
babysit/’বেইবিসিট্ । (babysitting, babysat) পিতা-মাতার অনুপস্থিতিতে কিছুক্ষণের জন্য কোনো বাচ্চা বা শিশুর দেখাশোনা করা অথবা তার দায়িত্ব নেওয়া; শিশু সামলানো
baccalaureate / ব্যাক্যা’ল: রিঅ্যাট্ 1. উচ্চশিক্ষা প্রাপ্তির ক্ষেত্রে যোগ্যতা যাচাই করার জন্য যে পরীক্ষা নেওয়া হয় bachelor/ব্যাচ্যাল্যা (র)/n.
1 অবিবাহিত পুরুষ, আইবুড়ো ছেলে; কুমার 2 বিশ্ববিদ্যালয়ের স্নাতক উপাধিপ্রাপ্ত ব্যক্তি; স্নাতক
bacillus/ব্যা’সিল্যাস/ n. (pl. bacilli) এক প্রকার অতি ক্ষুদ্র দন্ডাকৃতি জীবাণু যেগুলির মধ্যে কয়েক প্রকার জীবাণু প্রাণীদেহে রোগ সৃষ্টি করে
back/ব্যাক্/. 1 মানুষের দেহের পশ্চাদ্ভাগ, পিঠ, পিছন, পৃষ্ঠ, পৃষ্ঠদেশ 2 একেবারে পিছন দিক; পশ্চাদ্ভাগ, পশ্চাদ্দ্বর্তী▸ back adj. 1 সবচেয়ে পিছনের দিকে 2 বকেয়া, পিছনে ফেলে আসা সময়ের back adv. 1 কোনো ব্যক্তি অথবা বস্তুর পূর্ববর্তী অবস্থায় বা স্থানে; পূর্বাবস্থায় 2 উল্টোভাবে, বিপরীতমুখী ও প্রতিদানে অথবা
প্রতিফলে, প্রত্যুত্তরে back v 1 পিছনদিকে যাওয়া অথবা কোনো বস্তুকে পিছনদিকে সরানো ? (কোনো ব্যক্তি বা বস্তুকে) সমর্থন করা, সাহায্য করা
backache/’ব্যাক্সইক্/ 1. পিঠ অথবা কোমরে ব্যথা বা যন্ত্রণা; পৃষ্ঠশূল
backbiting/’ব্যাক্সাইটিং/. কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে কথা বলা, কারও অজান্তে ঈর্ষাবশত তার ক্ষতি করার চেষ্টা করা, কান ভাঙানো, চুকলি করা
backbone/’ব্যাক্স্যাউন্/1. 1 মেরুদন্ড, শিরদাঁড়া, কশেরু 2 কোনো কিছুর সর্বপ্রধান অংশ
back-breaking adj. (শারীরিক শ্রম) অত্যন্ত কঠিন এবং ক্লান্তিকর backdate / ব্যাক্’ ডেইট্/ কোনো নথিপত্র, চেক অথবা দেয় অর্থকে পিছনের তারিখ থেকে কার্যকরী করা backdrop/’ব্যাক্সপ্/n. (or backcloth) প্রেক্ষাগৃহে রঙ্গমঞ্চের পিছনদিকে দৃশ্যপটের অংশ হিসেবে যে রঙিন কাপড়ের টুকরো ঝোলানো হয়; প্রেক্ষাপট, পশ্চাৎপট, পশ্চাদ্দশ্য backfire / ব্যাক্’ফাইঅ্যা(র)/ অপ্রত্যাশিত বা অপ্রিয় এবং প্রায় বিপরীত পরিণাম পাওয়া background/’ব্যাক্সাউড্
1 প্রেক্ষাপট, পটভূমিকা, পশ্চাৎপট 2 কোনো পরিস্থিতির সলো
সম্পর্কযুক্ত তথ্য এবং ঘটনা 3 কোনো
ব্যক্তির পারিবারিক ও সামাজিক পরিচয়, শিক্ষা এবং অভিজ্ঞতা
backhand/’ব্যাকহ্যান্ড (টেনিস ইত্যাদি খেলায়) হাতের পিছন দিকটা সামনে থাকা অবস্থায় যেভাবে বল মারা হয়
আর্থিক অনুদান, মদত 2 গান ইত্যাদি গাওয়ার সময়ে যে সংগত করা হয় backlash/’ব্যাক্ল্যাশ/n. তীব্র
প্রতিক্রিয়া, প্রতিঘাত backlog/’ব্যাক্সগ. যেসব কাজ
ইতিমধ্যেই হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এখনও হয় নি; অবশিষ্ট কাজ, বকেয়া কাজ
backpack/ব্যাপ্যাক্ ।. ভ্রমণের সময়ে পিঠে বহন করার জন্যে ধাতুনির্মিত ফ্রেমযুক্ত বড়ো ব্যাগ; ব্যাকপ্যাক, backpack v. পিঠের
ব্যাগে বস্ত্র ইত্যাদি ভরে নিয়ে যাত্রা করা, backpacker n. পিঠের ব্যাগে জিনিস ভরে যাত্রা করেন যে ব্যক্তি backside/’ব্যাক্সাইড্/ 1. নিতম্ব, পাছা, শ্রোণি
backslide/ব্যাক্সাইড্/: পূর্বের অভদ্র আচরণ শুধরে নেওয়ার পরে আবার অভদ্র আচরণ করা বা বিগড়ে যাওয়া backstage/ ব্যাক্ স্টেইজ/ adv প্রেক্ষাগৃহের নির্দিষ্ট অংশ যেখানে অভিনেতা-অভিনেত্রীরা সাজসজ্জা করেন এবং মন্তে প্রবেশের জন্য অপেক্ষা করেন; নেপথ্য, জনান্তিক; ব্যাকস্টেজ
backstroke/’ব্যাস্ট্র্যাউক্/n. পিঠের উপর ভর দিয়ে সাঁতার কাটার পদ্ধতি; চিৎ সাঁতার; ব্যাকস্ট্রোক
backtrack/’ব্যাট্র্যাক্/ v. 1 যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তা ধরে পুনরায় ফিরে যাওয়া 2 কোনো d পরিকল্পনা, প্রতিশ্রুতি ইত্যাদি সম্বন্ধে নিজের মত বদলানো
backing/’ব্যাকিং/ n. 1 কোনো কিছু করার জন্য সাহায্য, বিশেষ করে
backwards/’ব্যাক্সঅ্যাডজ/ adv., adj. (also backward) 1 পিছনদিকে
পশ্চাদ্ভাগে, উলটোদিকে 2 বিপরীত দিকে, শেষ থেকে শুরুর দিকে
3 (কোনো স্থান বা কোনো স্থানের জনগণ) অনুন্নত, অনগ্রসর, পশ্চাদ্বর্তী 4 সাধারণের থেকে কম উন্নতি হয়েছে এমন
backwash/’ব্যাক্টঅশ্/n.
(ভূগোলে) সমুদ্রের ঢেউ সৈকতে আছড়ে পড়ে আবার সমুদ্রে ফিরে যাওয়া জলের স্রোত; প্রতিসরণকারী তরঙ্গ অথবা স্রোত
backwater / ব্যাক্টঅ:ট্যা (র)/ n. 1 সাম্প্রতিক ঘটনা অথবা নতুন চিন্তাধারা থেকে প্রভাবমুক্ত কোনো স্থান 2 সমুদ্রের স্রোতের চাপ এবং প্রশস্ত বালুতটের দ্বারা বিচ্ছিন্ন জলাশয় বা নদীর অংশ; ব্যাকওয়াটার
bacon/’ বেইক্যান্/. লবণে জারিত বা ধোঁয়ায় সেঁকা শূকরের মাংস
bacteria/ব্যাক্’ টিঅ্যারিঅ্যা/ n. (pl.) অতি ক্ষুদ্র জীবাণু যা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, এদের কোনো কোনো প্রজাতি রোগজনক হয়;
জীবাণু, ব্যাকটিরিয়া bad /ব্যাড়/ adj. (worse, worst) 1 ভালো নয়, খারাপ, অপ্রীতিকর
2 খারাপ গুণমানের, নিকৃষ্ট ও (খাবার) পচা, বাসি, খারাপ
badge/ব্যাজ। . উপরে কিছু লেখা অথবা নকশা আঁকা আছে এমন
ছোটো ধাতুখণ্ড অথবা কাপড় বা প্লাস্টিকের টুকরো যা পোশাকের উপর আটকানো যায়; চাপরাশ, চিহ্ন, অভিজ্ঞান; ব্যাজ
badger/’ব্যাজ্যা (র)/ নিশাচর প্রাণী ভোঁদড়জাতীয়
b
backwash
bail
badly /’ব্যা/ি adv (worse, worst) 1 ভালোভাবে নয়, খারাপভাবে 2 খুবই, নিতান্তই, না হলেই নয়
badminton/’ব্যাডমিন্ট্যান্/n. র্যাকেট এবং শাটল্কক দিয়ে দুই অথবা চারজন খেলোয়াড়ের মধ্যে খেলা হয় এমন একটি খেলা; ব্যাডমিন্টন
baffle/’ব্যাল্/: (কোনো ব্যক্তিকে) বিভ্রান্ত বা হতবুদ্ধি করা ▸ baffled adj, বিভ্রান্ত, হতবুদ্ধি
bag/ব্যাগ/ . 1 কাগজ অথবা প্লাস্টিকের বা কাপড়ের তৈরি শক্ত খলি বা ঠোঙা; ব্যাগ 2 থলেভর্তি,
ব্যাগভর্তি bag (bagging, bagged) নিজের জন্যে কোনো কিছু বাগিয়ে নেওয়া, হাতানো
bagel/ বেইগল্/ n. আংটির মতো গোলাকৃতি একধরনের ছোটো পাউরুটি; বেগল
baggage/’ব্যাগিজ/n. (যাত্রাকালে পোশাক ইত্যাদি বহনের জন্য ব্যবহৃত) মালপত্র, বাক্সপ্যাঁটরা, তল্পিতল্পা
baggy /’ব্যাগি/ adj. (পোশাক ইত্যাদি) ঢিলেঢালা, ঢলঢলে
bagpipes/’ব্যাগপাইপস্/2 স্কটল্যান্ডের জনপ্রিয় বাদ্যযন্ত্র; ব্যাগপাইপ
baguette /ব্যা’ গেট/৪. একপ্রকার লম্বা এবং মোটা রুটি বা ব্রেড; ব্যাগেট্ ball/বেইল্/. জামিন, প্রতিভূ, জামিনদার ball 1 জামিন মঞ্জুর করা, জামিনে খালাস করা 2 অসুবিধাজনক পরিস্থিতি থেকে বেরোনো
bailiff /’বেইলিফ্/ n. ঋণ শোধ করতে, balding/’বঃল্ডিং/ adj. টাক পড়া শুরু হয়েছে এমন
b
অক্ষম ব্যক্তিদের সম্পত্তি ইত্যাদি অধিকার বা ক্রোক করে নেয় যে কর্মচারী; দেওয়ান
bait/বেইট্/n. 1 (মাছ, পাখি বা অন্য কোনো প্রাণীকে ধরতে বঁড়শি বা হক- এ গেঁথে ব্যবহৃত হয়) খাদ্য বা অন্য কোনো বস্তুর টোপ; চার 2 লোভানি, প্রলোভন
bake/বেইক্/ 1 শুকনো তাপে রান্না করা বা সেঁকা 2 তাপে বা আঁচে শুকিয়ে শক্ত করা বা হওয়া baker/’ বেইক্যা (র)/. 1 যে ব্যক্তি
পাউরুটি, কেক ইত্যাদি তৈরি করে এবং তা দোকানে বিক্রি করে 2 যে দোকানে পাউরুটি, কেক ইত্যাদি বিক্রি হয় balance/’ব্যাল্যান্স । বকেয়া; বাকি টাকার মোট পরিমাণ অথবা অংশ; ব্যবহৃত, গৃহীত ইত্যাদি হওয়ার পর বাকি থাকা পরিমাণ 2 ওজন মাপার যন্ত্র; দাঁড়িপাল্লা, ওজনদাঁড়ি, তুলাদণ্ড, তোল, balance: 1 ভারসাম্য রাখা, সাম্যাবস্থা রাখা 2 অন্য কিছুর তুলনায়
কোনো ব্যক্তি বা বস্তুকে সমান গুরুত্ব বা মূল্য দেওয়া ও দুটি বিষয়ের মধ্যে তুলনা করা
balcony/’ব্যাল্ক্যানি/ (pl. balconies) 1 বাড়ির উপরতলায় বাইরের দেয়ালের সঙ্গে তৈরি ঘেরা প্ল্যাটফর্ম; ঝুলবারান্দা, অলিন্দ;
ব্যালকনি 2 প্রেক্ষাগৃহে উপরতলায় বসার আসনসমূহ; ব্যালকনির আসন
bald /বঃল্ড/ adj. 1 (ব্যক্তি) কেশশূন্য, কেশহীন, বিরলকেশ, টাকমাথা 2 (কথা বা বক্তব্য সম্বন্ধে ব্যবহৃত) সরল, বাগাড়ম্বরশূন্য, অলংকারবর্জিত, অকপট
bale/বেইল্/1. একসঙ্গে চেপে বাঁধা প্রচুর পরিমাণে কোনো বস্তু; গাঁট, গাঁটরি bale গাঁটরি বানানো
46
অনিষ্ট
baleful/ ‘ বেইল্ল্/ adj. হানিকর,
ball বঃল্. 1 খেলার বল, কন্দুক, ভাঁটা 2 গোলাকার বস্তু; গোলক
ballad/’ব্যাল্যাড়/ 1 আখ্যায়িকা কাব্য, গাথাকাব্য, গীতিকা 2 ভাবমূলক গান, প্রেমগান
ballast/’ব্যাল্যাস্ট/. 1 জাহাজ অথবা গরম হাওয়া ভরা ফানুসের ভারসাম্য রক্ষা করা বা সেটি স্থির রাখার জন্য ব্যবহৃত ভারী কোনো বস্তু 2 রেল অথবা রাস্তা নির্মাণের সময়ে
ব্যবহৃত মোটা পাথর
ballerina/ ব্যাল্যা রীন্যা/৪. ব্যালে- নর্তকী
ballet/’ব্যালেই/ কোনো কাহিনি অবলম্বনে প্রস্তুত করা হয়েছে এমন
নৃত্যনাট্য যা কেবল সুরভিত্তিক এবং যাতে কোনো সংলাপ অথবা কথা নেই
ballistic missile /. নির্দিষ্ট
গতিবিশিষ্ট এবং বিশেষ কোনো লক্ষ্যবস্তুর উপর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র যা ওই লক্ষ্যবস্তুর উপরেই কেবল আঘাত করে; ব্যালিস্টিক মিসাইল
ballistics/ব্যা’লিস্টিক্স। . যে সকল বস্তু কোনো কিছু লক্ষ্য করে বাতাসে ছোঁড়া হয় বা নিক্ষেপ করা হয় সেই সম্বন্ধে বিজ্ঞানসম্মত চর্চা বা অধ্যয়ন; ক্ষেপণবিজ্ঞান, ক্ষেপণাস্ত্রবিজ্ঞান; ব্যালিস্টিক্স
balloon/ব্যা’লূন্/n. 1 খেলনা হিসেবে বা সাজানোর জন্য ব্যবহৃত হয় হাওয়া-ভরা ছোটো, রঙিন বস্তু; বেলুন 2 গ্যাস অথবা উন্ন বাতাসপূর্ণ বৃহৎ ফানুস যার নীচে যাত্রীবহনের জন্য একটি ঝুলন্ত ঝুড়ি থাকে; আকাশভ্রমণের বেলুন; ব্যোমযান,
ফানুস
ballot/’ব্যাল্যাট্/ n. 1 গোপন ভোটদান 2 গোপন ভোটদানে ব্যবহৃত বিশেষ কাগজ; ভোটপত্র, ব্যালট পেপার ballot 1 (balloting, balloted) ভোট দেওয়া balm/বা:ম্/. 1 সুগন্ধিত মলম 2 বেদনা ইত্যাদি অথবা ত্বকের শুষ্কতা উপশমকারী একধরনের মলম বা ওষুধ balmy/’বা:মি/ adj. (আবহাওয়া) সুখপ্রদভাবে উন্ন, ঈষদুম্ন, নাতিশীতোন্ন balsam/’বঃল্যাম্/. সুগন্ধিত রজন বা আঠা যা আতর বা ওষুধ বানানোর জন্য ব্যবহৃত হয়; বালসম balustrade / ব্যাল্যা’ স্ট্রেইড্/n. সেতু ইত্যাদির ধার দিয়ে নির্মিত এবং উপরদিকে একে অপরের সঙ্গে যুক্ত একরকম ছোটো ছোটো স্তম্ভাকার খুঁটির সারি; পরিক্ষেপ
bamboo/ ব্যাম্’বৃ
(pl. bamboos) গ্রীষ্মপ্রধান দেশে জাত তৃণজাতীয় বৃক্ষ যা কচি অবস্থায় খাওয়া যায় এবং বড়ো হয়ে শক্ত হলে আসবাবপত্র ইত্যাদি তৈরির কাজে লাগে; বাঁশগাছ, বাঁশ, বংশ
ban/ব্যান/ (banning; banned) (আইনত) নিষেধাজ্ঞা জারি করা, নিষিদ্ধ বলে ঘোষণা করা। ban নিষেধাজ্ঞা, নিষেধ
b
balloon→ bang
banal/ব্যা’না:ল্/ adj. মৌলিক অথবা আগ্রহব্যঞ্জক নয়; কৃত্রিম এবং গতানুগতিক, নতুনত্বহীন, অকিঞ্চিৎকর, তুচ্ছ
banana/ব্যা’না:ন্যা/. (গ্রীষ্মপ্রধান দেশের ফল) কলা, কদলী, রম্ভা
band /ব্যাঙ্/n. 1 ছোটো সংগীতকারদের দল বা গোষ্ঠী যারা একত্রে জনপ্রিয় সংগীতের সুর বাজায়; ঐকতান সংগীত দল অথবা ঐকতানবাদকদল; ব্যান্ড 2 কোনো কিছু বাঁধার জন্য অথবা কিছু পাকানোর জন্য পাতলা, চ্যাপটা, সরু উপকরণ; বন্ধনী, বাঁধন, পট্টি
band ঐকতানসংগীতদল বানানো bandage/’ব্যান্ডিজ/ ক্ষতস্থানে বাঁধার জন্য নরম, সাদা উপকরণের সরু টুকরো, সরু পটি bandage পটি বাঁধা, ব্যান্ডেজ করা
bandanna/ব্যান্’ড্যান্যা/. মাথা অথবা গলার উপরে যে রুমাল বা বস্ত্র বাঁধা হয়; গলবন্ধনী
bandit/’ব্যান্ডি, যাত্রীদের উপর হামলা করে যে সশস্ত্র ডাকাত; ঠ্যাঙাড়ে, রাহাজান
bandy/’ব্যান্ড/ adj. (কোনো ব্যক্তির পা-সম্বন্ধে ব্যবহৃত) বক্রপদবিশিষ্ট, প্রগতজানু bandy (bandying, bandied) (কোনো নাম, শব্দ, bang
কাহিনী ইত্যাদি) বারবার চর্চা করা bane/বেইন। দুঃখের কারণ
bang/ব্যাং/ 1 সশব্দে আঘাত করা 2 আচমকা কোনো কিছুর সঙ্গে ধাক্কা লাগা, ঠোক্কর লাগা, bang । আচমকা স্বল্পস্থায়ী প্রচণ্ড আওয়াজ অথবা শব্দ 2 ক্ষণিকের জন্য প্রবল
আঘাত যার ফলে চোট লাগে, bang cad নির্ভুলভাবে, সোজাসুজিভাবে, ন্যায্যভাবে
bangle/ ব্যাংগল্/৪. ধাতব অলংকার, কঙ্কণ, চুড়ি, বালা
banish/’ব্যানিশ / 1 সাধারণত দন্ড বা শাস্তি হিসেবে কোনো ব্যক্তিকে অন্য কোনো স্থানে পাঠানো, নির্বাসিত করা 2 কোনো ব্যক্তি বা বস্তুকে দূরে সরিয়ে দেওয়া; কোনো ব্যক্তি বা বস্তু থেকে মুক্তি পাওয়া banisters //ব্যানিস্ট্যা(র)/n.
(সিঁড়ির ধারে) রেলিং, খুঁটির সারি,
পরিক্ষেপ
banjo/’ব্যানজ্যাউ/ n. (pl. banjos) গিটারের মতো একধরনের গোলাকার, লম্বা গলার, চার অথবা ততোধিক তারের বাদ্যযন্ত্রবিশেষ; ব্যাঞ্জো bank/ব্যাংক্/ n. 1 যে সংস্থায় অর্থ জমা রাখা যায়, যেখান থেকে অর্থ বার করে নেওয়া যায়, ধার নেওয়া যায় বা যেখানে বিনিময়ের সুবিধা আছে; ধনাগার, অধিকোষ; ব্যাংক 2 নদী বা খালের দুই পাশের তীর; কচ্ছ, জমির আল, জাঙাল, bank: 1 বিশেষ কোনো একটি ব্যাংকে টাকা রাখা,
অ্যাকাউন্ট রাখা 2 (bank on sb/sth) (কোনো ব্যক্তি বা বস্তুর উপর) ভরসা রাখা, নির্ভর করা
bankrupt/’ব্যাংক্রান্ট/ adj. দেউলিয়া, সর্বস্বান্ত, হৃতসর্বস্ব ▸ bankrupt দেউলিয়া হয়ে যাওয়া
▸ bankrupt. দেউলিয়া ব্যক্তি banner/’ব্যান্যা (র)/ n. লিখিত শব্দ অথবা চিহ্নসহ লম্বা বস্ত্রখণ্ড যা দুটি খুঁটিতে ঝোলানো যায় অথবা বহন করা
48
যায়; পতাকা, নিশান, ধ্বজা, কেতন,
ঝান্ডা; ব্যানার
banquet/’ব্যাংকুইট্/. আনুষ্ঠানিক
ভোজসভা যেখানে আমন্ত্রিতরা অনেকেই ভাষণ দেন
bantam/ব্যান্ট্যাম্/n. একধরনের মোরগ
banter/’ব্যান্ট্যা(র)/ n. ঠাট্টা- তামাশা, রসিকতা, খুনসুটি, banter
- রসিকতা করা, খুনসুটি করা
baptism/’ব্যাপ্টিজ্যাম/৪. কোনো ব্যক্তিকে যে অনুষ্ঠানের মাধ্যমে খ্রিস্টান গির্জার সদস্য করা হয়; ব্যাপটিজম ▶ baptize খ্রিস্টধর্মে দীক্ষিত করা
bar/বা: (র)/ 1 যে পানগৃহে সুরাজাতীয় পানীয় এবং অনেক সময়ে খাদ্যদ্রব্যও কিনতে পাওয়া যায়; পানশালা, শুড়িখানা; বার 2 বায়ুচাপের
একক; বার bar (barring; barred) 1 (রাস্তা, পথ) অবরোধ করা 2 আনুষ্ঠানিকভাবে কোনো কাজ করতে মানা করে দেওয়া, আইনত কোনো
কিছু রদ করে দেওয়া bar prep. ব্যতীত, বাদে, ব্যতিরেকে, ছাড়া barb/বা:ব/. 1 তীর বা হুকের
পিছনদিকের বাঁকানো অংশ অথবা
ফলা যাতে সেটি সহজে টেনে বার করা না যায় 2 কারও মনে আঘাত দেওয়ার উদ্দেশ্যে কটূক্তি
barbarian/বা: বেঅ্যারিঅ্যান্
অশিক্ষিত কোনো ব্যক্তি যে খুব অভদ্র ব্যবহার করে; বর্বর, অমার্জিত
▸ নিষ্ঠুরতা
barbaric : ‘ব্যারিক্/ adj. /বা বর্বরোচিত, নিষ্ঠুর এবং হিংসাপ্রবণ barbarism. বর্বরতা, অসভ্যতা,
barbecue /’বা:বিকিউ/ n. 1 খোলা জায়গায় ঝলসে বা আগুনে সেঁকে রান্না করার জন্য একজাতীয় ধাতুর কাঠামোবিশেষ; শিক 2 বাড়ির বাইরে রান্না করে যে নিমন্ত্রণসভা বা পার্টিতে খাওয়া হয়; বারবিকিউ, barbecue ২. শিকে গেঁথে খোলা আগুনে মাংস ঝলসানো
barbed/’বা:বজ্/ adj. 1 কাঁটাওয়ালা, কাঁটাসমেত 2 দ্বেষপূর্ণ, ঈর্ষাকাতর
barbed wire 1. কাঁটাতার
barber/’বা:ব্যা(র)/n. 1 ক্ষৌরকার, নাপিত, পরামাণিক 2 ক্ষৌরাগার, চুল কাটার সেলুন
barbiturate /বা: ‘বিচুর্যাট্/. নিদ্রা উদ্দীপক অথবা স্নায়ু প্রশমনকারী ওষুধ barcode /’বা:কোড্/. পণ্যদ্রব্যের গায়ে মোটা এবং সরু রেখার নকশায় মুদ্রিত তথ্য যা একমাত্র কম্পিউটারের সাহায্যে পড়া সম্ভব; বারকোড
bard/বাঃড্/ . কবি, চারণ কবি
bare/বেঅ্যা(র)/ adj. 1 (শরীরের কোনো অঙ্গ) নগ্ন, অনাবৃত, আদুড় 2 নিরাভরণ, অসজ্জিত, barev. নগ্ন করে দেওয়া, অনাবৃত করা, barely adv কেবলমাত্র, নামমাত্র
bargain/’বা:গ্যান/. 1 সাধারণ দামের থেকে যে জিনিস সস্তা বা কম দামে পাওয়া যায়; দাঁও, মওকা 2 (একাধিক ব্যক্তি অথবা গোষ্ঠীর মধ্যে) কাজের আদান-প্রদান সংক্রান্ত চুক্তি অথবা সংবিদা, bargain। চুক্তির শর্ত নিয়ে কথা বলা, দর কষাকষি করা
barge/বাঃজ। (খাল বা নদীতে) যাত্রীবাহী অথবা মালবাহী লম্বা সরু নৌকো; প্রমোদতরী বা বজরা
b
জন্য কোনো ব্যক্তিকে অভদ্রভাবে ঠেলে দেওয়া অথবা ধাক্কা মারা
baritone/’ব্যারিট্যাউন/ 1. 1 নীচু খাদের স্নিগ্ধ এবং গম্ভীর পুরুষকণ্ঠ
2 এইরকম কণ্ঠস্বরবিশিষ্ট পুরুষ barium/’বেঅ্যারিঅ্যাম্/. একরকম নরম রজতশুভ্র ধাতু; বেরিয়াম bark/বা:ক্/ n. 1 গাছের বাইরের দিকের শক্ত ত্বক; বল্কল, বাকল
2 কুকুরের ঘেউ ঘেউ ডাক, bark 1 (কুকুরের) ঘেউ ঘেউ শব্দ করা 2 চড়া গলায় রূঢ়ভাবে আদেশ করা, প্রশ্ন করা ইত্যাদি
barley/’বা:লি/ n. 1 কোনো গাছ থেকে প্রাপ্ত শস্যদানা যা খাদ্য হিসেবে অথবা বিয়ার এবং অন্য সুরাজাতীয় পানীয় তৈরি করতে ব্যবহৃত হয়; বার্লি, যব 2 যবদানা, বালিদানা
barman //বা:ম্যান/ n. (US bartender) পানশালা ইত্যাদিতে পানীয় পরিবেশনকারী পুরুষ
bar mitzvah/, বা: ‘মিভ্যা/ ত্রয়োদশ বর্ষ পার হয়ে গেছে এমন ইহুদি বালকের ধর্মীয় রীতিনীতি পালন করা এবং উপাসনা করার জন্য অনুমতি দেওয়া হয় এমন এক ধর্মীয়
দীক্ষামূলক অনুষ্ঠান barmy/’বা:মি/ adj. (barmier,
barmiest) । ফেনিল, ফেনাময় 2 অতিরিক্ত আবেগপূর্ণ, উন্মত্ত
barn /বাঃন/ শস্য এবং পশু
রাখার বৃহৎ ঘর; শস্যাগার, গুদাম, গোলাঘর, গোলাবাড়ি, খামারবাড়ি barnacle/’বা:ন্যান্স/ খোলসযুক্ত একধরনের সন্দ্বিপদী সামুদ্রিক প্রাণী
যেটি নিজেকে কোনো পৃষ্ঠতলের উপর স্থিত করে নেয়
barometer /ব্যা’রমিট্যা (র)/n. 1 বায়ুর চাপ পরিমাপক যন্ত্র, বায়ুচাপমান যন্ত্র; ব্যারোমিটার
2 (কোনো পরিস্থিতি, অনুভূতি
barricade/ ব্যারি’ কেইড্/n. রাস্তা, প্রবেশপথ ইত্যাদিতে কোনো অস্থায়ী বাধা; প্রতিবন্ধক, অবরোধ ▶ barricade : প্রতিবন্ধক সৃষ্টি করে
b
50
পথ আটকানো barrier/’ব্যারিঅ্যা(র)/n. 1 কোনো কাজের পথে সমস্যা সৃষ্টি করে অথবা সেটি করা অসম্ভব করে তোলে যে বস্তু; ব্যারিয়ার 2 বাধার সৃষ্টি করে বা
ইত্যাদির) নির্দেশক baron/’ব্যার্যান্/n. 1 ব্রিটিশ সমাজের অভিজাত সম্প্রদায়ের কোনো ব্যক্তি; ব্যারন 2 ব্যবসায়ীপ্রবর, ধনকুবের baroness/’ব্যার্যান্যাস্/. ব্রিটিশ সমাজের অতি উচ্চ সম্প্রদায়ের অভিজাত মহিলা; ব্যারন পত্নী, মহিলা ব্যারন baroque/ব্যা’রক্/ adj. সপ্তদশ
এবং অষ্টাদশ শতকের (প্রথম ভাগে) ইউরোপের স্থাপত্য, শিল্প এবং সংগীতের ক্ষেত্রে প্রযুক্ত অতি অলংকৃত শৈলী অথবা শিল্পরীতি; বারোক barrack/’ব্যার্যাক্ কোনো শিল্পী বা বক্তাকে অপমানজনক কথা শোনানো (pl. barracks) সৈন্যদের আবাস; সেনানিবাস, সৈন্যছাউনি, সৈন্যশিবির
barrage/’ব্যারা:জ/ n. 1 অবিরাম গোলাবর্ষণ 2 নদীর উপরে বানানো কৃত্রিম বাঁধ
barrel/’ব্যার্যাল্/1. 1 তরল পদার্থ রাখার জন্য বেলনাকার পাত্র; পিপে, ব্যারেল 2 (তৈল) মাপার একক যার পরিমাণ প্রায় ১৫৯ লিটারের সমান 3 বন্দুকের ধাতব নল
barren/’ব্যার্যান/ adj. 1 (মাটি বা জমি) অনুর্বর, উষর, নিষ্ফল 2 (বৃক্ষাদি সম্বন্ধে ব্যবহৃত) নিষ্ফলা 3 সন্তান ধারণে অক্ষম; বন্ধ্যা, বাঁজা (রমণী)
গতিরোধ করে যে বস্তু barring/’বা:রিং/ prep. ব্যতীত,
বাদে, যদি না barrister/’ব্যারিস্ট্যা(র)/n.
(ইংল্যান্ডের আইনে) উচ্চতর আদালতে কারও পক্ষে সওয়াল করার প্রশিক্ষণপ্রাপ্ত উকিল; ব্যারিস্টার barrow/’ব্যার্যাউ/ n. 1 রাস্তায় বা বাজারে ফলমূল, শাকসবজি ইত্যাদি ঘুরে ঘুরে বিক্রি করার জন্য দু-চাকার ছোটো টানা বা ঠেলা গাড়ি 2 প্রাচীন সমাধিস্থলের স্মারক
barter/’বা:ট্যা(র)/ (অর্থ বা মুদ্রা ব্যবহার না করে) অন্যান্য দ্রব্যের বিনিময়ে পণ্যদ্রব্য, পরিষেবা, সম্পত্তি ইত্যাদির আদান প্রদান করা; বিনিময় প্রথায় বাণিজ্য করা, barter . দ্রব্য
বিনিময় প্রথা
basalt/’ব্যাসঃল্ট/ (ভূতত্ত্ববিদ্যা) আগ্নেয়গিরি থেকে প্রাপ্ত একপ্রকারের কৃষ্ণধূসর শিলা, ক্ষারীয় আগ্নেয়শিলা
base/বেইস্/. 1 কোনো বস্তুর নিম্নতম অংশ বিশেষত যার উপর এটি দাঁড়িয়ে থাকে অথবা যার সঙ্গে এটি আটকানো থাকে; ভিত, ভিত্তিভূমি, বুনিয়াদ, নিম্নদেশ, পাদদেশ 2 যে ঘাঁটি থেকে কোনো কর্মকাণ্ড চালিত অথবা
নিয়ন্ত্রিত হয়; সঞ্চালন কেন্দ্র ও সামরিক ঘাঁটি, সৈন্যদলের মূল শিবির 4 ক্ষার, ক্ষারক, base ।। আশেপাশে ঘোরাঘুরি বা কোনো কাজ করার জন্য কোনো একটি স্থানকে কেন্দ্র বা মূল ঘাঁটি করে তোলা
baseless/’বেইল্ল্যাস্/ adj. তথ্য ইত্যাদির উপর আধারিত নয় এমন তর্ক, ভিত্তিহীন তর্ক
basement // বেইস্স্ম্যান্ট/ n. বাড়ির একতলা থেকে অংশত অথবা সম্পূর্ণত নীচের কক্ষ বা কক্ষসমূহ; বাড়ির ভূগর্ভস্থ অংশ
bash/ব্যাশ/ 1 কোনো ব্যক্তি বা বস্তুকে সজোরে আঘাত করা 2 তীব্র সমালোচনা করা, bash 7. 1 জোরালো আঘাত অথবা ধাক্কা 2 কোনো সামাজিক অনুষ্ঠান, উৎসব পালন
bashful/ ব্যাশফুল্/adj. লাজুক, লজ্জাশীলা, দ্বিধাগ্রস্ত, কুণ্ঠিত ▸ bashfully adv. লাজুকভাবে, কুণ্ঠিতভাবে, দ্বিধাগ্রস্তভাবে
BASIC/’বেইসিক্/ 1. কম্পিউটার প্রোগ্রামিং-এর ভাষা; বেসিক
basic/’বেইসিক্/ adj. 1 বুনিয়াদি, প্রাথমিক 2 মূল, মৌলিক, basically প্রাথমিকভাবে, মূলগতভাবে,
মৌলিকরূপে
basil //ব্যাজ্যাল্/. খাবার অথবা ওষুধ বানানোর কাজে ব্যবহৃত হয় এমন একধরনের গুল্ম যেটি হিন্দুদের কাছে পবিত্র; তুলসীর চারা
basin/বেই. রন্ধন ইত্যাদি
কাজে ব্যবহৃত হয় এমন একধরনের পাত্র; গামলা 2 ভূখণ্ডের যে অঞ্চল থেকে নদীতে জল প্রবাহিত হয়; অববাহিকা
basis/’ রেইসিস্/ n. (pl. bases) 1 প্রধান নীতি বা মূল কারণ, গোড়ার কথা 2 (কোনো কিছু করার) পদ্ধতি, প্রণালী, রীতি 3 যেখান থেকে কোনো বস্তু বিকাশ লাভ করে, সূত্রপাত, ভিত্তি
bask/’বা:স্, ব্যা1 রোদ
অথবা আগুন পোহানো, উন্নতা
b
উপভোগ করা, উত্তাপের আরাম নেওয়া 2 মানুষজনের প্রশংসা এবং শুভেচ্ছায় আনন্দিত হওয়া basket/’বা:স্কিট্/. 1 ঝুড়ি,
টুকরি, সাজি, চুপড়ি 2 বাস্কেটবল খেলায় কোর্টের দুই প্রান্তে থাকা ধাতব বৃত্তে ঝোলানো জাল
basketball/’বা:স্কি:ল্. পাঁচজন করে খেলোয়াড় থাকে এরকম দুটি দলের খেলা। খেলার কোর্টের প্রতি প্রান্তে বেশ উঁচুতে ধাতব বৃত্তে জাল বা বাস্কেট আটকানো থাকে এবং খেলোয়াড়রা পয়েন্ট পাওয়ার জন্য অন্য দলের জালের মধ্যে বল ছোড়ার চেষ্টা করে; বাস্কেটবল খেলা
bastard/’বা:স্ট্যাড্, ‘ব্যাস্-/n. অবিবাহিত মাতা-পিতার সন্তান, অবৈধ সন্তান, জারজ, কানীন, বেজন্মা, অপজাত
bastion//ব্যাস্টিঅ্যান্/n. 1 (স্থাপত্য) দুর্গের দেয়ালের যে অংশ বাইরে বেরিয়ে থাকে; বুরুজ 2 নির্দিষ্ট মত, তত্ত্ব বা নীতির সংরক্ষণ করা হয় যেখানে 3 কোনো সিদ্ধান্ত বা গতিবিধির গড়
bat/ব্যাট্/. 1 ক্রিকেট, টেনিস, বেসবল ইত্যাদি খেলার ব্যাট 2 (নিশাচর) প্রাণী, বাদুড়, চামচিকে
▸bat (batting, batted)
1 (খেলায়) ব্যাটিং করা 2 (কোনো ব্যক্তি বা বস্তুকে) হাতের তালু দিয়ে মারা batsman n. (pl. batsmen) ব্যাট দিয়ে বল মারে যে ব্যক্তি;
b
batch /ব্যাচ্/1. 1 দল, শ্রেণি, গুচ্ছ, গোছা, বান্ডিল 2 যে কাজগুলি কম্পিউটারে একই সময়ে এবং একই সঙ্গে করা হয়
bated/’বেইটিড়/ adj. (with bated breath) (প্রতীক্ষায়) রুখনিঃশ্বাসে, সাগ্রহে
bath/বাঃথ/ n. (pl. baths /বা:চ্ছ) 1 স্নান করার টব বা বড়ো পাত্র; বাথটাব্ 2 স্নান, অবগাহন, নিমজ্জন, চান 3 প্রাচীন কালের সার্বজনিক স্নানগৃহ bath 1 স্নান করানো, চান করানো 2 স্নান করা, চান করা bathe/বেইদ্/ 1 শরীরের কোনো অংশ জল বা অন্য কোনো তরলের সাহায্যে ধোয়া বা হালকাভাবে মুছে নেওয়া 2 সমুদ্র, নদী বা হ্রদে সাঁতার কাটা bathe. (সমুদ্র বা নদী ইত্যাদিতে) সাঁতার কাটার ক্রিয়া ▸ bathed adj. (কোনো কিছুতে) সিঞ্চিত, স্নাত, অভিষিক্ত
bathos ৪/ বেইথস্/. (সাহিত্যে) গুরুগম্ভীর কোনো বিষয় বা অনুভূতি থেকে (সাধারণত ইচ্ছাকৃতভাবে নয়) হঠাৎ তুচ্ছ কোনো বিষয়ে অথবা
লঘু বিষয়ে নিম্নগমন; গুরুচন্ডালি, ভাবাবরোহ batik /1. কাপড়ের যে সকল অংশে
কোনো রং থাকে না তার উপর মোম লাগিয়ে রঙিন নকশা বানানোর একটি
52
বিশেষ পদ্ধতি; এই পদ্ধতিতে রং করা কোনো কাপড়; বাটিক
batman/’ব্যাটম্যান n. (pl. batmen) (সেনাবিভাগে) উচ্চপদস্থ ব্যক্তির নিজস্ব ভৃত্য; আর্দালি
baton/’ব্যাটন/. 1 অর্কেস্ট্রা পরিচালকের দ্বারা ব্যবহৃত হয় যে ছড়ি বা দন্ড 2 ছোটো লাঠি যা রিলে রেস-এর খেলোয়াড়রা একজন অন্যজনকে ধরায় battalion/ব্যা’ট্যালিঅ্যান/ বৃহৎ
সেনাদল (বৃহত্তর সেনাবাহিনীর অন্তর্গত); ব্যাটেলিয়ন
batten/’ব্যান্n. (গৃহ ইত্যাদি নির্মাণকালে ব্যবহৃত) কাঠের লম্বা, সরু পটি
batter/’ব্যাট্যা(র)/ বারবার জোরে মারা, আঘাত করে বিদ্ধস্ত করা
batter. 1 খাবার বানানোর জন্য ব্যবহৃত ময়দা, ডিম, দুধ ইত্যাদির গোলা যার মধ্যে মাছ-মাংস বা সবজি
ইত্যাদি ডুবিয়ে ভাজা হয় 2 বেসবল খেলায় ব্যাটিং করে যে ব্যক্তি battle/ ‘ব্যাল্/ n. 1 দুপক্ষের
সংগঠিত সশস্ত্র সৈন্যদলের লড়াই 2 ক্ষমতা দখল অথবা নিয়ন্ত্রণের জন্য প্রতিদ্বন্দ্বিতা, লড়াই, সংঘর্ষ, battle ৮. সাফল্য অর্জনের জন্য কঠিন সংগ্রাম চালিয়ে যাওয়া
battlefield/’ব্যাল্কীল্/1. যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্র, রণভূমি
bauble/’ব:বল্/n. 1 ঝকমকে সস্তা গয়না 2 ক্রিসমাস গাছের উপর ঝোলানোর জন্য গোলাকার সজ্জা
সামগ্রী
baulk/ব:ক (US balk) 1 খুব বেশি কঠিন, বিপজ্জনক বা অপ্রীতিকর মনে
হওয়ার কারণে তা করতে না চাওয়া 2 বাধা দেওয়া
bauxite/’ব:ক্সাইট্/n. নরম মাটির মতো পাথর বা খনিজ যার থেকে হালকা ধাতু (অ্যালুমিনিয়াম) পাওয়া যায়; বক্সাইট
bawdy /’ব:ডি/ adj. (bawdier, bawdiest) অশ্লীল ভাষায় রঙ্গ তামাশা করছে এমন; ফোক্কড় ▸ bawdiness 11. অপসংস্কৃতি, ফোক্কড়পনা, ফোকুড়ি
bawl /বঃল্/. 1 জোরে চিৎকার করা, চেঁচিয়ে ওঠা 2 জোরে জোরে কাঁদা
bay/বেই/n. 1 উপকূলবর্তী ভূমি যা ভিতর দিকে ঢুকে এসে বাঁকানো আকার নেয়; খাঁড়ি 2 তেজপত্র বা তেজপাতার গাছ bay । কুকুরের চিৎকার, জোরে ঘেউ ঘেউ করা
bayonet/’বেইঅ্যান্যাট্/. বন্দুকের নলের আগায় আটকানো ছোরার মতো ফলা; সঙিন; বেয়নেট
bay window 7. কোনো বাড়ির দেয়ালের বাইরে বেরিয়ে থাকে এমন জানালা
BBC/বীবি ‘সী/ abbr. ‘British Broadcasting Corporation’ -এর সংক্ষিপ্ত রূপ; ব্রিটেনের জাতীয় বেতার এবং দূরদর্শন সংগঠনগুলির মধ্যে একটি; বিবিসি
BC/বী ‘সী/ (abbr: before Christ) খ্রিস্টের জন্মের পূর্বে অতিবাহিত সময়কাল বা বৎসর সংখ্যা তারিখে ব্যক্ত করার জন্য ব্যবহৃত অক্ষরদ্বয়; খ্রিস্টপূর্বাব্দ
be/বি, প্রবল রূপ বী/ (sing, present am, are, is, pl. present are,
pt. was, were, pp. been) 1 থাকা, উপস্থিত থাকা, বর্তমান থাকা 2 (কোনো
ব্যক্তি বা বস্তুর) অবস্থান বা স্থিতি বোঝাতে ব্যবহৃত অভিব্যক্তিবিশেষ 3 কোনো ব্যক্তি অথবা বস্তুর পরিচয় দিতে বা বর্ণনা করতে অথবা তার সম্বন্ধে আরও তথ্য প্রদান করতে ব্যবহৃত অভিব্যক্তিবিশেষ 4 অন্যসকল ক্রিয়াপদের কাল (tense) প্রকাশ করার জন্য প্রযুক্ত
beach/বীচ্/n. বালুতট, সমুদ্রতট, সৈকত, কিনারা, beach. জল থেকে উঠে বা উঠিয়ে তটে নিয়ে আসা
beacon/’বীক্যান্/n. 1 (বেশির ভাগ সময়ে উপকূলবর্তী অঞ্চলে) পাহাড় অথবা কোনো উঁচু টাওয়ারের মাথায় সংকেতচিহ্ন হিসেবে বসানো আলো বা আগুন 2 অগ্নিসংকেত, আগুনের নিশান
bead/বীড্/n. 1 (গয়না তৈরি করতে ব্যবহৃত) কাঁচ, কাঠ বা প্লাস্টিকের পুঁতি; গুটিকা 2 (pl. beads) পুঁতির তৈরি মালা বা কণ্ঠহার 3 (তরল পদার্থের) বিন্দু, ফোঁটা, beaded adj.
পুঁতির দ্বারা সজ্জিত
beady /’বীডি/ adj. 1 (মানুষের চোখ সম্বন্ধে ব্যবহৃত) ছোটো, গোল ও উজ্জ্বল, কুতকুতে 2 সূক্ষ্মভাবে অথবা সন্দেহের চোখে লক্ষ্য করা হচ্ছে এমন / n. । পাখির ঠোঁট, চ嗖
beak/’বীক্ 2 প্রশাসনিক কর্তা, ম্যাজিস্ট্রেট, শিক্ষক 3 (কৌতুকার্থে) কোনো ব্যক্তির অস্বাভাবিক বড়ো এবং ছুঁচোলো নাক
beaker/’বীক্যা(র)/ প্লাস্টিক বা কাগজের হাতলহীন কাপ অথবা পানপাত্র : বৈজ্ঞানিক পরীক্ষা ইত্যাদি
কাজে ব্যবহৃত মুখের কাছে খাঁজকাটা b
কাচের পাত্র; বীকার
beam/বীম/ 1 আলোকরশ্মি, রশ্মি 2. কোনো বাড়ির ছাদ অথবা মেঝেতে ঠেকা দেওয়ার জন্য অথবা ভার বহন
করার জন্য ব্যবহৃত লম্বা কাঠ, ধাতু ইত্যাদির খন্ড; কড়িকাঠ, কড়ি; বিম্ ▶ beam : 1 আনন্দে, উৎসাহে দীপ্ত হওয়া, আনন্দিতভাবে হাসা 2 বেতার সংকেত অথবা দূরদর্শনের বার্তা পাঠানো bean/বীন্/. 1 শুটিযুক্ত লতা অথবা তার ফল যা সবজি হিসেবে খাওয়া যায়; বীন 2 অন্য কোনো গাছের এই জাতীয় বীজ বা শুটি
bear/বেঅ্যা(র)/. 1 ভালুক, ভল্লুক 2 (ব্যবসায়) দাম কমার পরে কিনে নেওয়ার আশায় যে ব্যক্তি কোনো কোম্পানিতে নিজের শেয়ার বিক্রি করে দেয়, bear: (bearing, bore, borne)
1 কোনো অপ্রিয় পরিস্থিতি অথবা বস্তুকে গ্রহণ ও তার মোকাবিলা করতে সক্ষম হওয়া 2 ওজন বা ভার গ্রহণ করা অথবা বহন করা 3 (গাছে) ফল বা ফুল আসা 4 বহন করা, bearable adj. সহ্য করা যায় এমন, সহনীয় bearer. বেয়ারা, বেহারা, বাহক
beard/বিএড্ দাড়ি, শ্মশ্রু, শ্ম নূর ▸ bearded adj, দাড়িসমেত,
দাড়িওয়ালা, শ্মশ্রুযুক্ত
bearing / বেঅ্যারিং/ n. 1 (কোনো ব্যক্তির) আচার-আচরণ, হাবভাব 2 আলোচ্য বিষয়ের সঙ্গে সম্বন্ধ বা সংযোগ
beast/বীস্ট/ . 1 বৃহদাকার কোনো। পণ্ড বা জানোয়ার 2 অত্যন্ত ক্রুর এবং দুষ্ট ব্যক্তি
54
beastly/ ‘বীস্ট্রলি/ adj অমানুষিক এবং ক্রুর, ক্রুরভাবে, অমানুষিকভাবে,
নৃশংসভাবে, পশুসুলভ, beastliness 7. পাশবিকতা, ক্রুরতা, নৃশংসতা
beat/বাট্স (beating, beat,
beaten) 1 (কোনো খেলা বা
প্রতিদ্বন্দ্বিতা ইত্যাদিতে) কাউকে হারিয়ে দেওয়া, পরাজিত করা 2 কোনো ব্যক্তি বা বস্তুকে বারবার জোরে আঘাত করা, প্রহার করা, ঘা মারা beat . 1 ঘাত, প্রহার, ঘা 2 সংগীতের জোরালো ছন্দ
beautician/বিউ’টিশন/ প্রসাধনের দ্বারা মানুষের দৈহিক সৌন্দর্যের উন্নতি সাধন করা যার কাজ; সৌন্দর্য বিশেষজ্ঞ,
রূপসজ্জাশিল্পী beautiful/ বিউটিফুল adj. 1 দৃষ্টিনন্দন, সুন্দর, আকর্ষণীয় মনোহর
beautify/ ‘বিউটিফাই/
2 উৎকৃষ্ট, শ্রেষ্ঠ, beautifully ach সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে
(beautifying, beautified) সুন্দর করে
তোলা, সাজানো beauty/’বিউটি/ n. (pl. beauties)
1 সৌন্দর্য, শ্রী, লাবণ্য, রূপ 2 কোনো
বস্তু বা ব্যক্তির সুন্দর নিদর্শন beaver//বীভ্যা(র)/n. বাদামি লোম,
চওড়া ও চ্যাপটা লেজ এবং ধারালো দাঁতওয়ালা উভচর প্রাণী; বীবর
because/বি’কজ/ conj. কারণে, এই কারণে যে
beck/বেক্// (at someone’s beck and call) আদেশ পালনে তৎপর
beckon/’বেক্যান: ইশারায় ডাকা,
সংকেতে ডাকা
became, become)। কোনো কিছু
become/বি’কাম্/ (becoming,
হওয়ার সূচনা, কোনো কিছু হওয়া 2 রূপান্তরিত হওয়া, বিবর্তিত হওয়া bed/বেড্/n. 1 বিছানা, খাট, পালঙ্ক 2 জমির যে নির্দিষ্ট অংশে ফুল ইত্যাদি লাগানো হয়; কেয়ারি bed v (bedding, bedded) কোনো বস্তু অন্য কোনো বস্তুর সঙ্গে ভালোভাবে আটকানো
bedding/’বেডিং/ 7. বিছানার জন্য যা যা দরকার সেই সব জিনিসপত্র (তোষক, চাদর, বালিশ ইত্যাদি); বিছানাপত্র
bedevil/বি’ ডেল্ (bedevilling, vedevilled) কারও সঙ্গে পৈশাচিক ব্যবহার করা
bedlam /’ বেডল্যাম্/. কোথাও শোরগোল হচ্ছে এমন, কোলাহলপূর্ণ
bedraggled /বি’ ড্র্যাগ/ adj. ভিজে, নোংরা, ময়লা
bedridden/’বেড্রিন। adj.
(অতিরিক্ত বার্ধক্য বা অসুস্থতার জন্য) শয্যাশায়ী বা শয্যাগত, বিছানায় পড়ে আছে এমন কেউ
bee /বী/ল. মৌমাছি, মধুমক্ষিকা, অলি, মধুকর beech /বীচ/ বীচবৃক্ষ একধরনের বনবৃক্ষ,
beef /বীক্/. গরু অথবা মোষ বা
ষাঁড়-এর মাংস; গোমাংস, beef ✓ (beet up) দশাসই, পেশিবহুল,
বৃষষ্ণ
beefy /’বীফি/adj দশাসই, পেশিবহুল, বৃষস্কন্ধ
beehive/বীহাইড্ । একধরনের বাক্স যা মৌমাছি রাখার জন্য ব্যবহৃত হয়; মৌচাক, মধুচক্র, মধুচ্ছত্র
beep /বীপ্/ 1. স্বল্পস্থায়ী জোরালো আওয়াজ, হালকা অথচ তীক্ষ্ণ আওয়াজ, গাড়ির হর্ণ অথবা কোনো ইলেকট্রনিক উপকরণের আওয়াজ; বিপ, beep 1 (ইলেকট্রনিক যন্ত্রের জন্য প্রযুক্ত) হালকা অথচ তীক্ষ্ণ আওয়াজ বার করা 2 গাড়ির হর্ণ বাজানো কি
beer/বিঅ্যা(র)/n. 1 শস্য থেকে তৈরি একধরনের মাদক পানীয়; বিয়ার 2 গ্লাস ভর্তি কোনো একধরনের বিয়ার
beet/বীট্/. বিট, সবজি বা আনাজের গাছ যা খাওয়া হয়, কন্দমূল গাছ, এইধরনের গাছ থেকে চিনিও তৈরি হয়
beetle/ ‘বী একধরনের পতঙ্গ বা পোকা যার পিঠের উপরকার আবরণ শক্ত এবং চকচকে হয়, বিটল পোকা beetroot/’বীরূট্/n. বীটগাছের গাঢ় লালচে রঙের মূল যা রান্না করে খাওয়া যায়; বীট, কন্দমূল
befall/বি’ফল/ (befalling, befell, befelt) (কোনো অশুভ খবর সম্বন্ধে ব্যবহৃত) কোনো ব্যক্তির ক্ষেত্রে ঘটা
befit/বি’ফিট্/ (befitting,
befitted) উপযুক্ত লাগা, একদম সঠিক এবং সুন্দর লাগা before /বি’ফ: (ব)/prep..conj. পূর্বে
1 কোনো সময়ের আগে বা 2 কোনো ব্যক্তি বা বস্তুর আগে ▶ before achং আগে, আগেই,
পূর্ববর্তী সময়ে, ইতিমধ্যে
beforehand /বি ‘ফ: হ্যান্ড: কোনো কিছুর আগে, আগেভাগে; পূর্বাহ্ণে
befriend /বি’ ফ্রেন্ড/ কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা, কোনো ব্যক্তির প্রতি সদয় হওয়া