সম্পত্তি হস্তান্তর করণ নিম্নলিখিত মাধ্যমগুলিতে আপনি করতে পারেন।
(১) বিক্রয় যোগ্য
বিক্রয় এর মাধ্যমে।
ক্রেতা বিক্রেতার প্রয়োজন।
নিবন্ধন বাধ্যতামূলক
বিক্রয় কোবালা এর আইনগত প্রক্রিয়া
(২) দান পত্র
দাতা/গ্রহীতা প্রয়োজন।
নিবন্ধন বাধ্যতামূলক
গ্রহীতার সম্মতি (Acceptnce) প্রয়োজন।
দানপত্র (Gift Deed) এর আইনগত প্রক্রিয়া।
(৩) বন্ধক
বন্ধকদাতা / বন্ধক গ্রহীতা প্রয়োজন।
নিবন্ধন বাধ্যতামূলক। সম্পত্তি নিজের হওয়া প্রয়োজন। স্থাবর সম্পত্তির যা নির্দিষ্ট ও নির্ধারণ যোগ্য। মেয়াদ উত্তীর্নকালে পুনরায় গ্রহন করা যায়। ৬ প্রকার বন্ধন করন প্রক্রিয়া আছে। যে কেহ বন্ধক গ্রহীতার পক্ষে বন্ধকি সম্পত্তি ছাড়াতে পারেন, (শর্তসাপেক্ষ) Mortgage Deed এর আইনগত প্রক্রিয়া।
(৪) লীজ
■লীজদাতা ও লীজ গ্রহীতার প্রয়োজন। লীজ এর সময় কাল এর সিদ্ধান্ত উভয়
মত সাপেক্ষ। লীজ এর বিনিময় টাকা বা, লীজ গ্রহীতা টাকা দেবে/বা অন্যান্য কিছু দেবে। লীজ এর সময় অতিবাহিত হয়ে গেলে লীজ পুনঃ অনুমোদন সাপেক্ষ লীজ পুনঃ নবীকরণ সম্ভব নিবন্ধন বাধ্যতামূলক। স্থাবর সম্পত্তি
(৫) বিনিময় (Exchange)
বিনিময় বা (Exchnge) সম্ভব একের মালিকানায় বিপরীত মালিকানা গ্রহণ।
সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মনে রাখবেন
নাবালক সম্পত্তি হস্তান্তর করার জন্য আইনিভাবে যোগ্য নয়। নাবালক এর -সম্পত্তি হস্তান্তর এর ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবক এর অনুমতি সাপেক্ষ। অন্যথায় আদালতের
মাধ্যমে হস্তান্তর সম্ভব। মানসিক সুস্থতা ও শারিরীক সক্ষমতা প্রয়োজন। এছাড়া –
‘উইল’ বা ‘ইচ্ছাপত্রের’ মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করা চলে।
যদিও উইল এই আইনভুক্ত প্রক্রিয়াকরণ নয়।
মনে রাখবেন, ইচ্ছাপত্রের “ইচ্ছা” বা ‘উইল’ উইলকারীর মৃত্যুর পরবর্তীকালে
গ্রাহ্য হয়।
■ যে কোন সম্পত্তি উইল করা চলে, যদি তা নিজের হয়। নিবন্ধন বাধ্যতামূলক নয়। জন স্বার্থের পরিপন্থী কিছুই উইল করা চলে না। নাবালক, মানসিক ভাবে অসুস্থ উইল করার যোগ্য নয়।