কাকে আইনে ধর্ষন বলা হয়?
১। কোন মহিলার ইচ্ছার বিরুদ্ধে দৈহিক মিলন।
২। কোন মহিলার অসম্মতি থাকা সত্বেও মিলন।
৩। প্রাণের ভয় দেখিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে বলপূর্বক মিলন।
৪। বিবাহ করবে এই প্রতশ্রুতিতে মিলন এ সবই ধর্ষনের আওতায় পড়বে।
৫। ১৮ বছরের নীচে, মুসলিমদের ক্ষেত্রে ১৫বছরের নীচে যেভাবেই হোক দৈহিক মিলন ঘটলে তা ধর্ষনের আওতায় পড়বে। তবে ১৬ বছরের স্ত্রীর সঙ্গে মিলিত হলে তা ধর্ষনের পর্যায় পড়বে না। ১৬ বছরের বেশি বা কম বয়সের নারীর যদি মিলনের পর কোনরূপ দৈহিক ক্ষতি হয় তবে তা ধর্ষণের পর্যায়ে পড়বে।
ধর্ষনের, শাস্তি ৩৭৬ নং ধারা: ভারতীয় দণ্ডবিধির ৩৭৬নং ধারায় ধর্ষণকারী
২বছর থেকে যাবজ্জীবন কারা দণ্ড বা অর্থদণ্ড হতে পারে। নিজের স্ত্রীর অসম্মতিতে জোর করে সহবাস করলেও এই একই অপরাধ হবে।
কি কি ক্ষেত্রে এরূপ হবে:-
(১) ২০বছরের উপর পরস্ত্রীকে ধর্ষণ করলে। (২) ২০বছরের নীচে পরস্ত্রী বা নিজ স্ত্রীকে ধর্ষণ করলে। (৩) কোন পুলিশ অফিসার পদাধিকার বলে কর্মরত অবস্থায় ধর্ষণ
করলে। (৪) কোন সরকারী কর্মচারী যদি পদাধিকার বলে তার কাছে কর্মরত কোন মহিলাকে ধর্ষণ করলে। (৫) কারাগারের ভার প্রাপ্ত ব্যক্তি যদি কোন কিছু বা মহিলার উপর পাশবিক অত্যাচার চালায়। (৬) গর্ভবতী মহিলাকে ধর্ষণ করলে। (৭) গণধর্ষণ করলে (৮) আইনত আলাদা থাকে এমন স্ত্রীর সঙ্গে সহবাস করলে। (৯) সরকারী কর্মচারীর তত্ত্বাবধানে থাকাকালীন স্ত্রীর সঙ্গে জোর করে মিলিত হলে ঐ একই সাজা পাবে।
ব্যাভিচার – ৪৯৭নং ধারা: যদি কোন ব্যক্তি কোন মহিলাকে অপরের স্ত্রী জানা সত্ত্বেও তার সঙ্গে সহবাস করে এবং এ বিষয়ে তার স্বামীর প্রত্যক্ষ বা পরোক্ষ মদত থাকে তবে তা ধর্ষণ বলে বিবেচিত না হয়ে ব্যাভিচারের পর্যায়ে পড়বে। সেক্ষেত্রে মিললকারীর ব্যক্তি ৪৯৭ ধারায় অভিযুক্ত হবে এবং তার ৫বছর কারাদণ্ড ও অর্থদণ্ড উভয়ই হতে পারে।
যদি কোন বিবাহিত নারী উপপতির দ্বারা গর্ভবতী হয় তবে সে উপপতির কাছে ঘোর পোস দাবী করতে পারে। তবে যদি তার স্বামী দীর্ঘদিন বিদেশে থাকে এবং অসুস্থ হয়ে দৈহিক মিলনে অপারক থাকে তবেই সে ঐ ভরণ পোষণের দাবী তুলতে পারে।
নাবালিকা ক্রয়-বিক্রয় -৩৭২ ও ৩৭৩নং ধারায় যদি কোন ব্যক্তি বা মহিলা
১৮ বছরের নীচে কোন নাবালিকাকে খারাপ মতলবে বা গণিকা বৃত্তিতে লিপ্ত করতে বা অন্যের সঙ্গে দৈহিক মিলন ঘটাতে ক্রয়-বিক্রয় করে তবে বিক্রেতা ও ক্রেতা ভারতীয় দন্ডবিধির ৩৭৩নং ধারা অনুযায়ী ১০বছর কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। ৩৭২ ধারা অনুযায়ী এই অপরাধে তাদের ১০বছর কারাদণ্ড ও অর্থদণ্ড উভয়ই হতে পারে।
গর্ভপাত সংক্রান্ত আইন- ৩১৩-৩১৪নং ধারাঃ গর্ভপাত সংক্রান্ত আইন-৩১৩-
৩১৪ নং ধারা
গর্ভপাত নারীর সম্পতি বা অসম্মতি যে ভাবেই ঘটানো হোক না কেন তা দণ্ডনীয় অপরাধ। নারীর সম্পত্তিতে গর্ভপাত ঘটালে ৩১৩নং ধারায় শাস্তি কম হবে। আর অসম্মতিতে বা গর্ভপাত ঘটাতে গিয়ে তার মৃত্যু হলে ৩১৪নং ধারা অনুযায়ী ১০বছর কারা দণ্ড ও জরিমানা হতে পারে।